শ্রমিকের ভালোবাসা ।। অসীম কুমার মন্ডল

 

জিতেন বাবু কাষ্ট বীর
অতিশয় সে দরিদ্র,
স্বযতনে গঠন তোলে
মনিবের সব আসবাপত্র।
জমিদার তার বিনয় বাবু
অনুশীলন বাস্তবতা তব ঠায়,
গিন্নির লাগি ড্রেসিং টেবিল
গড়িবেন তিনি সেথায়।
বায়না পেয়ে জিতেন বাবু
কোন পথে জোগাড়,
জ্ঞান যা ভান্ডার তার
কর্মে সবই অবশিষ্ট উঝাড়।

কতটা তিলে
তুলতুলে মমতা ঢেলে।
অবশেসে জমিদার এলো
গিন্নি তার সংগেল।
জিতেন বাবু দাওয়া রয়
টেবিলখানা গুড দেয়।
কারণ দেখাও
গিন্নির মনের মতো।
জমিদার বাবু যাবার তারে
মুজুরির টাকা মারলো ছুড়ে।
জিতেন যখন টাকা কুড়ায়
মুক্তি জলে বুক ভিজে যায়।

শহর তখন ডাক দিয়ে
মজুরি যখন পাইছো বাবা,
কনখো কেনো মিছে?
রাস্তা ধরে বুকের ঘাটি
কষ্টগুলো উপড় করে
জীতেন সুধায়র কাছে।

ধনে রাখা পরে 
সব কেনা যায় ডাকে,
কিন্তু মোরা শ্রমিকরা
কর্মে রয় প্রেম,
ভিতরেতে হয় মায়া।
ঘোষণা যখন চিঠি দরে
ধারাকে সে বলেছি,
অবুজ হ্রদয় মায়া পড়ে
বিদায় বেলা রক্ত ​​ঝরে,
তাইতো নীরব কাঁটা।

আলাদা আলাদা আলাদা আলাদা
কান্না এলো বুকটা ফেঁটে,
মালিক তারা হতেই পারে
ইচ্ছে হলেই ভাঙতে পারে,
কেমনে বুজবে সৃষ্টির কি মায়া!

চাষা ভূষা শ্রমিক যারা
কোমল হৃদয় আত্মহারা,
নিজের হাতে গড়া পন্য
ভাবে তাদের সন্তান তুল্য,
সৃষ্টির প্রতি তাইতো এতো মায়া।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. অনেক শব্দের পরিবর্তন হয়ে কবিতার অর্থ ও ছন্দ দুটোই নষ্ট হয়ে গেছে।

    ReplyDelete
Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।