ভয়ানক অগ্নুৎপাতে ভষ্ম হয়ে যাক
সকল ধনভান্ডার,
বুভুক্ষু নামুক স্বার্থের পৃথিবীতে,
কাম বাসনার মৃত্যু হোক ক্ষুধার শাসনে,
বন্ধ হোক সুপেয় পানি খোদার বাতাস,
সূর্যের আলোতে ভেসে আসুক অগ্নি স্ফুলিঙ্গ!
তখন আমি ওদের মতো, চতুর হাসি হেসে
খোদাকে বলবো, "সেলাম তোমায় প্রভু"!
কেনোনা, অর্ধনগ্ন শরীরে রোদবৃষ্টি মেখে,
ডাষ্টবিনে কুকুরের সাথে খেয়েই কেটেছে আমার জীবন।
একটা ভীষণ অগ্নুৎপাত হোক,
লন্ডভন্ড হয়েযাক পৃথিবী,
কোন ভয় নেই আমার।
ভয় তো ওদের,
যারা থাকে শরৎচন্দ্রের ভদ্রপল্লীতে।
একটা ভীষণ অগ্নুৎপাত হোক
একটা ভীষণ অগ্নুৎপাত হোক
একটা ভীষণ তান্ডব দাও প্রভু।।