বর্ষা বরণ ।। ধরিত্রী রায়

 

তোমার বর্ষা'র সাজ ভারী সৌখিন
পাতাবাহারের রঙে আনন্দে আত্মহারা।
অন্যদিকে আমার বর্ষা
নিদারুণ কষ্টে প্রহর গুনছে সারা বেলা...
ঘরের চালের হাজার ফুটোয় বর্ষা নামে অঝড় ধারায়
খুব খেয়ালে বরণ করি হাড়ির ভাতে উষ্ণ ধোঁয়ায় ।
তোমার বর্ষা'র ভারী মিষ্টি গলা
চায়ের কাপে আড্ডা জমে রোজ সন্ধেবেলা।
অন্যদিকে আমার বর্ষা
খুব একটা বিরক্তিকর নয়
অর্বাচিন পোকার ডাক, মাটির ভেজা গন্ধ -
অন্ধকার এবং একাকিত্ব।
তোমার বর্ষা
কৃত্রিম আলোয় নেশাতুর চোখে ঘুমিয়ে পড়ে নিশ্চিতে
অন্যদিকে আমার বর্ষা
তামশী মেঘে কোনো এক চেনা বাউলের সুরে রাত্রি যাপন করে ।

ধরিত্রী রায়
গ্ৰাম+পো- খগেন হাট,আলিপুরদুয়ার,পশ্চিমবঙ্গ, ভারত

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।