তোমার বর্ষা'র সাজ ভারী সৌখিন
পাতাবাহারের রঙে আনন্দে আত্মহারা।
অন্যদিকে আমার বর্ষা
নিদারুণ কষ্টে প্রহর গুনছে সারা বেলা...
ঘরের চালের হাজার ফুটোয় বর্ষা নামে অঝড় ধারায়
খুব খেয়ালে বরণ করি হাড়ির ভাতে উষ্ণ ধোঁয়ায় ।
তোমার বর্ষা'র ভারী মিষ্টি গলা
চায়ের কাপে আড্ডা জমে রোজ সন্ধেবেলা।
অন্যদিকে আমার বর্ষা
খুব একটা বিরক্তিকর নয়
অর্বাচিন পোকার ডাক, মাটির ভেজা গন্ধ -
অন্ধকার এবং একাকিত্ব।
তোমার বর্ষা
কৃত্রিম আলোয় নেশাতুর চোখে ঘুমিয়ে পড়ে নিশ্চিতে
অন্যদিকে আমার বর্ষা
তামশী মেঘে কোনো এক চেনা বাউলের সুরে রাত্রি যাপন করে ।
ধরিত্রী রায়
গ্ৰাম+পো- খগেন হাট,আলিপুরদুয়ার,পশ্চিমবঙ্গ, ভারত