মেঘেদের কোলাহল ।। গোলাপ মাহমুদ সৌরভ

 


কদম ঝরে বৃষ্টির দিনে 
বাতাসের ঐ স্পর্শে
বৃক্ষলতা ডালপালা ছড়ে
সবুজ সতেজ শস্যে। 

কদম কেয়া ফুল ফোটে
মেঘ বালিকা লুটে, 
গাছে পাখির কিচিরমিচির 
ময়না টিয়ার ঠোঁটে। 

মেঘে-মেঘে করছে খেলা 
রাত দুপুরে এসে, 
নিঝুম রাতে কদম ফুটে
জোনাকিরা হাসে। 

কচু পাতায় মেঘের পানি 
করছে যে টলমল, 
মেঘ বালিকা উড়ে বেড়ায় 
নদীর জল ছলছল। 

ঝরঝর বৃষ্টি ঐ আকাশে 
মেঘেদের কোলাহল, 
আয় বৃষ্টি ভিজিয়ে দেয় 
শিশুদের কৌতুহল।


গোলাপ মাহমুদ সৌরভ
ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর।  

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।