Homeছড়া-কবিতা বর্ষা এলে ।। নাজমুল হাসান July 28, 2023 0 বর্ষা এলে বৃষ্টি পড়ে টিনের চালে ঝুম—সেইনা তালে পায়রা ডাকেখোকার কাড়ে ঘুম!ঝড়ের রাতে আকাশ ডাকেভয়ে ভীতু বোকা,ঝড় থেমে যায় ভয় তাড়িয়েমিষ্টি হাসে খোকা।সোনা ব্যাঙে দল পাকিয়েঘ্যাঙর ঘ্যাঙর ডাকে,বৃষ্টি এলেই মিষ্টি খোকাএটা সেটা আঁকে। হালিচা: ছড়া-কবিতা জুলাই ২০২৩ নাজমুল হাসান বর্ষা সংখ্যা ১৪৩০ Facebook Twitter