মরু বুকে তরু শাখে
ফোটে নাতো ফুল
বর্ষার কথা ভেবে ভেবে
পরাণ হয় ব্যাকুল!
চাতক যেমন আকাশ পানে
তৃষ্ণায় বাড়ে দুখ্
দুফোঁটা জল পড়ুক ঝরে
জুড়ায় চাতক বুক।
কখন ঝরায় কখন ভরায়
দুষ্টু মেয়ে বৃষ্টি,
চঞ্চল মতি মেয়ের হাতে
ধ্বংস প্রলয় সৃষ্টি।
এমন খেলা, মেঘ দুনিয়ায়
চলে অবিরাম,
কালের রাখাল বাজায় বাঁশি
কৃষ্ণরাধেশ্যাম।