শ্রাবণ ।। ফিরোজা খাতুন

 


কোথাও ফুটেছে রজনীগন্ধা
কম্পিত বাতাসে আলতো চুম্বন,
বাদলা শরীরে সুবাসের মাতন ।
তলিয়ে যায় শ্রাবণেরনোঙর
বাঁধ খোলা রাশি রাশি যৌবন ,
নিবিড় আলিঙ্গনে নব অঙ্কুরোদগম ।

অম্বরে শতশত মেঘের মিনার
ঝরে পড়ে বৃষ্টির গুন্ঠন‌ আবরণ,
শ্রাবণী স্রোতে মৃনাল ডোবা
আকুল পদ্মে আদিম হলকর্ষণ।
উন্মুক্ত জলবুকে উষ্মিত প্লাবন,
শৃঙ্গার অনুরাগে , মসৃণ চরাচরে
জেগে আছে অনন্ত শ্রাবণ।

ফিরোজা খাতুন
গ্ৰ/পোস্ট-- তরনীপুর
থানা-- স্বরূপ নগর
পিন--743273
উত্তর 24 পরগনা

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।