Homeছড়া-কবিতা ঝুম বৃষ্টি ।। নজরুল ইসলাম বিন ইউসুফ July 28, 2023 0 আকাশের গা জুড়েমেঘমালা দলবলআঁধারে ছেয়ে যায়চারিদিকে কজ্জল ।স্বর্গীয় সংবাদ আসেগর্জন হর হরবাতাসে হেলে দোলেগাছপালা নড়বড়।ধরণীর হালচালসাজে দেখ ছলছলরাস্তা-হাটে গাড়িবেড়ে চলে কোলাহল।মানুষের ছুটাছুটিচৌপাক দৃষ্টিগগনের গা ধোয়ানামে ঝুম বৃষ্টি। হালিচা: ছড়া-কবিতা জুলাই ২০২৩ নজরুল ইসলাম বিন ইউসুফ বর্ষা সংখ্যা ১৪৩০ Facebook Twitter