ঝুম বৃষ্টি ।। নজরুল ইসলাম বিন ইউসুফ

 


আকাশের গা জুড়ে
মেঘমালা দলবল
আঁধারে ছেয়ে যায়
চারিদিকে কজ্জল ।

স্বর্গীয় সংবাদ আসে
গর্জন হর হর
বাতাসে হেলে দোলে
গাছপালা নড়বড়।

ধরণীর হালচাল
সাজে দেখ ছলছল
রাস্তা-হাটে গাড়ি
বেড়ে চলে কোলাহল।

মানুষের ছুটাছুটি
চৌপাক দৃষ্টি
গগনের গা ধোয়া
নামে ঝুম বৃষ্টি।

 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post