অন্ধ কুঠার ।। শুভদীপ দত্ত প্রামানিক

 


মেয়েটির পাশে কাঠের তলোয়ার 
মঞ্চ থেকে নেমে অহনা বিদেশি মেয়েটির খোঁপায় আটকে দেয় তলোয়ার
কাঠের তলোয়ার মাঙ্গলিক 
অহনার হাতে আদি ভাঙন ! 

কাঠের তলোয়ারে কোনো দাগ নেই 
দাগ মানে তো ইতিহাস
আমার গায়ে দুটো কাটা দাগ
আমি অনৈতিহাসিক ? 

নিজের ছায়া টপকে যাচ্ছে পাপ ও নক্ষত্রের রহস্যে ! 

এখুনি কাঠের তলোয়ার নিয়ে কিছুই করবো না তাও হাতে নিলাম
ডাল , রুটি , ভাজা স্বাদটুকু স্বর্গ 
হাল্কা হলুদ রঙের দরজার ফাঁকে মৌন স্তনেরা ঘোরে
শুধু নাচে , শুধু ধূসর হয়
লগ্ন তলোয়ার জড়বুদ্ধি হাত পাল্টে , মঞ্চ পাল্টে জগন্নাথ । 

অশ্বত্থ গাছের মতো পবিত্র আমার ক্ষুধা । 

বিদেশি মেয়েটি শহর ছেড়ে দৈব গলিতে কাঁধে হাত রেখেছিল , খোঁপায় আচার্যের অন্ধ কুঠার । 



 
শুভদীপ দত্ত প্রামানিক 
প্রযত্নে : চিরদীপ প্রামানিক 
গ্রাম + ডাকঘর : কীর্ণাহার 
জেলা : বীরভূম
থানা : কীর্ণাহার 
পিন : ৭৩১৩০২

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।