বর্ষা আসে নতুন শব্দে
নতুন বর্ণে রাঙা।
আলোক আকাশ মেঘে ঢাকে
বৃষ্টির ঘুম ভাঙা।
অঝোর ধারায় কাঁদছে সে আজ
কালো মেঘের মেয়ে।
আমরা উদাস গাইছি গান
জানলার কাঁচ বেয়ে।
মাটি তাকে বরণ করে
আমরা পাই সুখ।
গরম মেখে ক্লান্ত বেলা
কাটায় মনের অসুখ।
কাঠিয়া, পাইকর, বীরভূম, পশ্চিমবঙ্গ