গ্রীষ্মের প্রচন্ড উত্তাপে প্রকৃতি হয় দগ্ধ,
গাছপালা,পশুপাখি,মানব অসহ্য তীব্র তাপদহনে
করতে থাকে ছটফট;
তখনই ধরণীতে আবিভূত হয় বর্ষা ঋতু।
আকাশ জুড়ে শুরু হয় কালো মেঘের ঘনঘটা
মেঘাচ্ছন্ন আকাশে বিজলি চমকায়,
দিনভর অবিরাম ঝরতে থাকে বৃষ্টি,
কখনও ইলশেগুঁড়ি বৃষ্টি,কখনও ভারী বৃষ্টি
বর্ষার পানিতে নদী খাল-বিল হয় পরিপূর্ণ ভরপুর।
চারিদিকে থৈ থৈ করে পানি,
জেলেরা নদীতে মাছ ধরতে নৌকা ভাসায়
মাঝিরা মধুর সুরে ভাটিয়ালি গান গায়,
কদম,কেয়া ফুলে শোভিত হয় প্রকৃতি,
এভাবে বিভিন্ন রূপ ধারণ করে বর্ষা ঋতু।