বর্ষাকালে বৃষ্টি হলে
আকাশ থাকে কালো,
মেঘের ফাঁকে সূর্য হাসে
তখন লাগে ভালো।
হঠাৎ সূর্য ওঠলে হেসে
রংধনু ওঠে এক পাশে,
মেঘরা তখন উল্লসিত
আসবে থাকে আশে।
রংধনু যেই মিলিয়ে যায়
বৃষ্টি আসে জোরে,
কখনো বা রোদ হাসে খুব
সকাল দুপুর ভোরে।
জলের ওপর পরে ছবি
রংধনু মেঘ হেসে,
টাপুর টুপুর ঝরে বৃষ্টি
মাটি ভালোবেসে।
মজনু মিয়া
মির্জাপুর
টাংগাইল।