সাতাও ।। অন্তর চন্দ্র


ঘরের চাল ফুটো
ডগা ভাঙা কলমি লতা শ্বাস নেয়;
গাছের কথা কাল শুনেছি মনোলোভা 
টেলিপ্যাথি খুব চলে না এই যুগে 
অথচ কত কাছে........

সাতাও দিনভর 
দিয়াশলাই কাঠি মেঘ চমকানো ‘দ’
চোখ বন্ধ কর। ভীষণ দর্শনা।
মাটি সোঁদা গন্ধ পিঁপড়ে ভাঙে খেলা
নিঝুম নিরালায়.....

বুক পকেটে হাত রাখো এইতো আমি
ঝুম-ঝুম হৃদিতা
ঘর-দোর আগলে।
সাতাও হেঁটে যাও
সূর্য বশে নাও;
চমকানো ‘দ’ দাও
সাতাও হেঁটে যাও।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post