দিন ঝিলমিল আলাপে রঙিন ,
আকাশের গায়ে এঁকে যায় অনাবিল।
যাযাবর জীবন হয়ে ওঠে অস্থির যখন ,
এক ফোঁটা , আধ ফোঁটা শান্তি বারি খোঁজে মন।
মৃত্তিকার খড়া মন স্নিগ্ধতার ছোঁয়া চায় যখন ,
দিগন্তের কোল ঘেঁষে একপশলা বারি এসে ধুয়ে দেয় তার শ্রীচরন।
চাতকের তৃষ্ণা রোদন জাগায় যখন বিশ্ব শিহরণ,
একপশলা আশীষ বারি জুড়ায় তার তৃষ্ণার্ত মন।
প্রখর দাবদাহে বসুধা যখন ধ্বংসের দ্বারে,
নীরদ দুহাত বাড়ায়ে দিয়ে আশীষ তার করে দান,
একপশলা বারি হয়ে ওঠে অমৃত সঞ্জীবনী সমান।