সোনালি ধানের উদ্ভাস ।। মুস্তফা হাবীব


যে বনে বাঘ নেই সেই বনের চতুর শিয়ালই বাঘ
যে দেশে অবহেলিত মনস্বী- যশস্বী, শিক্ষিত - সজ্জন 
সেই দেশে বনহুর ক্ষমতার শীর্ষচূড়ায়।

জ্ঞান দক্ষতা ও সভ্য দৃষ্টিভঙ্গির অভাবে
আগ্রাসী চেতনায় ভাঙে নদীর দুপার
 চারপাশে তখন ধেয়ে আসে নীরবে অথৈ অন্ধকার।

 মসনদমোহে শাক দিয়ে মাছ যতোই ঢাকুক
শেষাবধি সত্য ও সুন্দরের কাছে হার মানতেই হবে।
সেদিন বেশি দূরে নয়,  দলবদ্ধ অর্বাচীন
দলছুট মৌমাছির মতো আছাড় খাবে পথের ধুলোয়। 

ফাঁদে পড়ে আটকে যাবে বেঢব বাঁশে 
জারিজুরি - মনোতন্ত্র উড়ে যাবে কর্পুরের মতো
শেষরক্ষা হবে না কারো। 
যে দিকে চোখ যাবে - দেখবো দোয়েল পাপিয়ার নাচ
দেখবো সারাদেশে সোনালি ধানের আনন্দ উদ্ভাস।

------------------------------
মুস্তফা হাবীব
কবিতা পার্ক, মডেল স্কুল রোড,
শরিকল, গৌরনদী, বরিশাল -৮২৩৩

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।