তবু মুখোমুখি ।। গৌরাঙ্গদেব সরদার

 

ভোরের বেলার মতো
প্রাণছিলো মানুষের প্রাণে।ফড়িংয়ের
ডানায় ওড়া দিন ; মুছে গেছে...

আদিম হরফের মতো।
এখন সংকেতময়,রক্তের অক্ষরে ভালোবাসা
লিখি ;তবু ভালোবাসাটিরে...

হৃদয়ে পাই না, কতো ফাঁকি!
অপলক চেয়ে থাকা, একা একা স্বপ্ন বুনে
বুনে ক্লান্ত হই ;তবু মুখোমুখি!


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post