তখন বৃষ্টি ভেঁজা সকাল ।। হুসাইন সজিব

 


তখন বৃষ্টি ভেঁজা সকাল,
তুমি কুসুম কলি খোঁপায় গুঁজে
মৃদু হাসির ঝলক দিয়ে,
বললে ,শুনছো ঐ দুরে 
বংশী বাজায় রাখাল।
তখন বৃষ্টি ভেঁজা সকাল।
আষাঢ়ের জলে পদ্ম ফুলে
ভরে আছে খাল বিল, 
দখিনা বাতাসে,কালো মেঘ আকাশে,
খোলা আছে দোয়ারের খিল।
তুমি বললে,হায়রে কপাল
তখন বৃষ্টি ভেঁজা সকাল।
তুমি এলে আমার কাছে
বললে ,গাওনা একটা গান
যে গান শুনে জুড়াবে আমার প্রান।
আমি গাইলাম তুমি শুনলে
তুমি লজ্জায় টুকটুকে লাল,
তখন বৃষ্টি ভেঁজা সকাল।
পরনে তোমার নিলাম্বরী ছিলো
কি মিষ্টি লাগছিলো দেখতে
আমি তাকিয়ে ছিলাম বারবার
চাইছিলাম তোমাকে রং তুলিতে আঁকতে,
তখন বাতাস হয়েছে উত্তাল
তখন বৃষ্টি ভেঁজা সকাল।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post