আমাকে তুমি বকা দিতে পারো, করতে পারো অভিযোগ
আমি মুখ বুজে সব সহ্য করার লোক ।
ঘৃনা, ভর্ৎসনা, অপবাদে চারদিক করবে যখন অন্ধকার,
আমি শুধু চুপ থাকব, করে যাব সব পার।
আমার কথা তোমার ছলনা মনে হবে, মনে হবে মিথ্যা সব,
তুমি বলতেই থাকো বন্ধু, আমি থেকেই যাব নিরব।
একদিন সমাপ্তি হবে বন্ধু তোমার এই অভিযোগের,
খাদ্য পেয়ে মিটে যাবে ক্ষুধা, মিটবে আকাঙ্ক্ষা ভোগের।
বন্ধু আমি ঐদিনও থাকব চুপ।
তবুও বলবো না আমার কাজের আসল রূপ।
এ জগতের মোহ মায়া খুবই চাকচিক্যময়
দূরে থাকো, ভুলে থাকো যতটা সম্ভব হয় ।
লোকে আমাকে ধিক্কার দিক, করুক ঘৃণা, ছুঁড়ে দিক ভর্ৎসনা।
আমি কেমন জানেন অন্তরযামী, এইটাই বড় শান্তনা!
শিক্ষার্থী,
ইংরেজি বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।