হেমন্তের একটুকরো রোদ
গাছের ফাঁকে উঁকি দেয়
অজস্র স্বপ্ন চোখের কোণে
আনন্দে হানা দেয়।
অগ্রহায়ণের প্রথম প্রহরে
রিমঝিম বৃষ্টি কণা
দূর আকাশে পরীযায়ি পাখিরা
দেয় জলাশয়ে হানা।
সোনালী ধান ক্ষেতে প্রজাপতি,
ফড়িংয়ের ছোটাছুটি
শীতের একটুকরো রোদে
জানালায় লুটোপুটি।
কুয়াশার ফাঁকে সন্ধ্যায় হাঁটে
জোনাকিরা দল বেঁধে
রাতে ফোঁটা শিউলি সুবাস
ঝরে সকালের রোদে।
মৃদু বাতাসে কাঁপে শিশির ভেজা
গাছের সরু পাতা
কাঁপুনির সাথে বলে যেন
হাজার দুঃখ কথা।
এক ফালি সূর্যের আলো
এক মুঠো রোদ
জীবন যেন ভরিয়ে দেয়
আনন্দের রসবোধ।
আতিক এ রহিম। গ্রামঃ গোরাকান্দা, ডাকঘরঃ কলমা, উপজেলাঃ লৌহজং, জেলাঃ মুন্সীগঞ্জ।