আমার পৃথিবী ।। মুস্তফা হাবীব

 



পাঁচ দশক ধরে স্বপ্ন ও অনুভবের স্নিগ্ধ তরু
লালন করে আসছি শব্দ সুষমায়, 
স্মৃতিতে গাঁথা আছে প্রতিবেশি অগ্রজদের টিপ্পনী।

 সহপাঠী বন্ধুরা প্রায়শই আমাকে ডাকত বাউল বলে 
কতিপয় রাজপরীর চোখে ভাসতো শরৎ জোছনা
উদাস ভঙ্গীতে এড়িয়ে এসেছি পথের আলো - আঁধার। 

অনেক পথ পিছনে ফেলে দুচোখে ভাসিয়েছি সাতরং
কবিতার তাল লয়,পয়ার,উপমাকে নিয়েছি সঙ্গী করে
কোনো কাঁটালতা আমাকে পারেনি হারাতে। 

 এখন কেউ পাগল বলে ছুড়ে দেয়না নিন্দার ধুলো 
 শিল্পের নন্দিত চূড়ায় আমার ছায়া দেখে লজ্জায় নত,  
আজ বাউলের একতারায় বাজছে আমার পৃথিবী।

মুস্তফা হাবীব
কবিতা পার্ক, মডেল স্কুল রোড,
শরিকল, গৌরনদী, বরিশাল -৮২৩৩

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।