পাঁচ দশক ধরে স্বপ্ন ও অনুভবের স্নিগ্ধ তরু
লালন করে আসছি শব্দ সুষমায়,
স্মৃতিতে গাঁথা আছে প্রতিবেশি অগ্রজদের টিপ্পনী।
সহপাঠী বন্ধুরা প্রায়শই আমাকে ডাকত বাউল বলে
কতিপয় রাজপরীর চোখে ভাসতো শরৎ জোছনা
উদাস ভঙ্গীতে এড়িয়ে এসেছি পথের আলো - আঁধার।
অনেক পথ পিছনে ফেলে দুচোখে ভাসিয়েছি সাতরং
কবিতার তাল লয়,পয়ার,উপমাকে নিয়েছি সঙ্গী করে
কোনো কাঁটালতা আমাকে পারেনি হারাতে।
এখন কেউ পাগল বলে ছুড়ে দেয়না নিন্দার ধুলো
শিল্পের নন্দিত চূড়ায় আমার ছায়া দেখে লজ্জায় নত,
আজ বাউলের একতারায় বাজছে আমার পৃথিবী।
মুস্তফা হাবীব
কবিতা পার্ক, মডেল স্কুল রোড,
শরিকল, গৌরনদী, বরিশাল -৮২৩৩