শীতের সকাল ।। মুহাম্মদ রাইস উদ্দিন

 



শীতের সকাল মিষ্টি রোদ
ঠান্ডা হাওয়া বহে
সবুজ ঘাসে শিশির কণা
হাসির ছলে কহে-
কোন পথে যাও গায়ের বঁধু 
এসো আমার ধারে 
আলতা পরা পা দু’খানা
ধুয়ে দিব ওরে।
গায়ের বঁধু বললো ওরে
তুমি মুক্তা দানা 
কেমন করে যাও মিলিয়ে 
রোদ মেললে ডানা।
আমি যখন থাকি বসে
সবুজ দুব্বা ঘাসে
আমায় দেখে মৃদু বাতাস  
খিলখিলিয়ে হাসে।
তাইতো আমি হাসতে গিয়ে
মাটিতে যাই ঝরে
শীতের বুড়ীর সঙ্গে রাতে
দেই যে হানা ঘরে।

০৯/১১/২০২৩ ইং
মুহাম্মদ রাইস উদ্দিন

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।