শীতের সকাল মিষ্টি রোদ
ঠান্ডা হাওয়া বহে
সবুজ ঘাসে শিশির কণা
হাসির ছলে কহে-
কোন পথে যাও গায়ের বঁধু
এসো আমার ধারে
আলতা পরা পা দু’খানা
ধুয়ে দিব ওরে।
গায়ের বঁধু বললো ওরে
তুমি মুক্তা দানা
কেমন করে যাও মিলিয়ে
রোদ মেললে ডানা।
আমি যখন থাকি বসে
সবুজ দুব্বা ঘাসে
আমায় দেখে মৃদু বাতাস
খিলখিলিয়ে হাসে।
তাইতো আমি হাসতে গিয়ে
মাটিতে যাই ঝরে
শীতের বুড়ীর সঙ্গে রাতে
দেই যে হানা ঘরে।
০৯/১১/২০২৩ ইং
মুহাম্মদ রাইস উদ্দিন