অনিতার শেষ চিঠি ।। মুস্তফা হাবীব


 হয়তো কোনোদিন আর আসব না  দুপুর রাতে
 জোছনায় ভিজে ভিজে সুগন্ধি জানালার কাছে, 
হেমন্তের রৌদ্রে গা ডুবিয়ে প্রণয়ের দাবীতে
নিঃশব্দে কুড়াবো না  রমনার গ্রীণে বকুল ফুল;
তোমার কথা ভেবে দেখব না আর মায়াবতী মেঘ। 

তুমি তো কবিতা ছাড়া আর কিছুই দিলেনা 
না আলিঙ্গন না  অধরের। এতটুকু আলতো ছোঁয়া
বারোটি বছর কাটলো নিঃসঙ্গতার স্বরলিপি লিখে, 
মরে বেঁচে আছি নাকি বেঁচে মৃত শব হয়ে পঁচে গেছি
জানতে চাওনি  রূপনগরের অরূপ পাদদেশে এসে। 

অনিতার অভিযোগ ধ্রুবতারার মতো সুন্দর 
সুরমা সাগরে ভাসা জীবন্ত পাথরের মতো সত্য, 
 বিশ্বাসের পাঁচিল ভাঙা পথের সন্ধান মেলেনি বলেই 
পথ হারিয়েছি আশির দশকের এক বিবর্ণ  ঘূর্ণিজলে;
আজও বুক পকেটে গুঁজে রাখি অনিতার শেষ চিঠি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।