আমি জানি-
ষোলোতম জন্মদিন আর কোনদিন ফিরে আসবেনা।
পাখিঠোঁটে পাড় ভেঙে নদী ডানা মেলে দেয়, ঢেউ খেলে ;
বুকে চর জেগে উঠে বলুকণা, ঝিনুক হাওয়ায় মাখে চলন
কোন প্রত্যাশিত আলোরেখা পাহাড় টপকে স্রোত খুঁজে যায়!
ভাঙা গান,
দুলাইনে সমান্তরাল পথ হেঁটে চরাই-উতরাই
কাগজের সাঁকোটি পার হতে আঙুলে আঙুল ছোঁয় ;
নোনতা পায়েসে ডুব খিদে। ভেঙেছে যত যাপন কথা,
ফুল-পাপড়ির মত ঝরে পড়ে অক্ষরেরা, শুকোয় গহন
তবু দিন-
আলো আর পরাগের উম্মিলনে থেমে থাকা পরবাস,
সত্য আর যাত্রী জলপান করে।ষোলোতম জন্মদিনের
বয়স বাড়েনা, শুধু পৃথিবীর গোধুলি বেলায় একা
উড়ে যায় পাখিটি- একটি নদীর খোঁজে, মোমআলো-জন্মদিন...