যুদ্ধের খতিয়ান ।। সুমিতা চৌধুরী

 


 আজ বিশ্বব্যাপী যুদ্ধের বাতাবরণ, 
 চারিদিকে শুধু ধ্বংসের মাঝে মৃত্যুর পদধ্বনি। 
ক্ষমতায়নের থাবার নীচে পিষছে দুর্বল-অসহায়, 
 অগণিত লাশের ঢেড়ের মাঝে ওঠে নরপিশাচদের মুহুর্মুহু উল্লাসধ্বনি।

নেই খাদ্য, নেই আশ্রয়, নেই জীবনের আশ্বাস, 
শতচ্ছিন্ন বস্ত্রের মতোই ভূলুণ্ঠিত নর-নারীর সম্ভ্রম-লাজ।
বাতাসে শুধুই বারুদের ঝাঁঝালো গন্ধ, 
আর পোড়া রক্ত-মাংসের তীব্র  আঁশটে ঝাঁঝ।

 ধর্মের নামে, স্থানাধিকারের নামে যায় কত-শত বলি,
ক্ষমতাবানদের লোলজিহ্বা চাপায় গায়ে নীতিবোধের নামাবলি!
সমগ্র বিশ্বের প্রভুত্বের বাসনায় চলে বেনজির আগ্রাসন,
যুদ্ধ মানেই ধ্বংস, ক্ষমতাবানদের অপশাসন। 

ধ্বসে পড়ে জীবনের পরিকাঠামো, 
 অনাথ, অসহায়,  নিরাশ্রয়, অভুক্ত মানুষের ভিড়ে।
অগণিত ধর্ষিত নারীর ক্রন্দনরোল মেশে,
মানবসভ্যতার নগ্ন কফিনের নীড়ে।

তবু প্রশমিত হয় না এ ক্ষমতার লালসার দাবানল,
ছড়ায় কেবলই জাতি-ধর্ম-বর্ণ বিদ্বেষের ছায়াতলে দাঙ্গা-হানাহানির নেশা।
মান হুঁশ খুইয়ে মানবজাতির ঘুণে ধরা কাঠামোটা পায় না আপন তিন হাত জমিও আজ আর,
সর্বগ্রাসী ক্ষুধার চাহিদায় যুদ্ধ এক আসন্ন শেষ প্রহরের বিভীষিকা। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।