অননুমোদিত অনধিকার প্রবেশ ।। এম এ ওয়াজেদ


ব্যভিচারী অধ্যাদেশ অবশেষে জারি হলো 
জারি হলো সভ্যতা ধ্বংসের চিহ্নস্মারক
ঐশ্বর্যমণ্ডিত ওজস্বিতা দিক হারালো প্রতারণার প্রাচীরে
অসততার ইন্দ্রজালে বন্দী হলো প্রেমের রাজমুকুট
কুহেলিকার ধ্বংস তীরে নোঙ্গর করে অমাবস্যার রাত
কুয়াশার কুজ্ঝটিকায় দূষিত হলো মননের মাস্তুল
আহা জেরুজালেম ! 
গান্ধিপোকা বিচরণ করে তোমার শরীরে আজ।

চন্দ্রমল্লিকার চন্দ্ররেণু খুঁজে ফিরে সিজদার যায়নামাজ
ছিদ্রিত ছিন্নমস্তক স্বেচ্ছাচারিতার নিকট হার মানে
ওরা আজ ছিটমহলের বাসিন্দা 
শরণার্থী শিবির গুলি যেন ছিন্নবৃত্ত মালতী
একে একে বাস্তবায়িত হতে থাকে
অবৈধ চুক্তিনামার বেদনাজনিত শারীরিক বিকার
আক্রমণাত্মক নিষ্ঠুরতায় অশ্রুধারার নিঃস্রাব ক্ষরিত হয় ।

দাম্ভিক ভূয়োদর্শন হরণ করে দৃষ্টিশক্তির স্বচ্ছ লেন্স
দুর্বৃত্তের দুর্বোধ্য কদাচার
আমদানি করে বিকৃতির পণ্যশালা
শান্তিবাদের পরান্নজীবী নপুংসক ষাঁড়েরা
তথ্যপঞ্জির বিকৃতি ঘটায়
প্রজ্ঞার সবুজ ঘাসেরা প্রণিহিত নষ্টাচারে মৃতপ্রায়।

বদনকান্তির শুভ্রতা সামরিক বেসিনে রক্ত-স্নান করে
অজস্র রক্তস্রাবে ধ্বনিত হয় জায়নবাদের জয়ধ্বনি
সূতিকা-গৃহের আর্তচিৎকার শ্রবণবিবরে নিবদ্ধ থাকে
দিনে দিনে অননুমোদিত অনধিকারপ্রবেশ
অসুরের রক্তবীজ রোপন করে । 

এম এ ওয়াজেদ
আমানা গ্ৰীন সিটি , নওগাঁ সদর, নওগাঁ

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।