পাতাবাহার ও দেবদারু বৃক্ষ সরু চাম্বুল আসমান ছোঁয়া নিবিরতায় ছায়া দেয় আমায়।
একটা রজনীগন্ধার সৌরভ শরীরে মেখে সুবাস ছড়াতে চাইনা প্রতিদিন অন্ধকার ভূবনে,
সৌরভ নেব শেফালী বকুল বেলী ফুলের,
মেহেদী পাতার রস পাকা চুলে কলব মেখে একটা বিশ বছরের যুবক হব।
না শুধু একটা ফুলের সুবাস নিতে চাইনা আমি বাংলায়,
কাল সকালটা দেখতে চাই আমার পুষ্প কাননে নানা প্রজাতির ফুটবে ফুল
প্রজাপতিরা উড়বে আনন্দ মেলায় দলে দলে।
এমন বাতায়ন চাই যেখানে প্রবেশ করবে স্বচ্ছ নির্মল বায়ু,
কুসুম নিদ্রায় যাব প্রয়োজন হবেনা ফ্রেনজিট ঘুমের ট্যাবলেট
আমি বন্দী মালতি, হাসনাহেনার মুক্তি চাই,
সৌরভে ভরে উঠবে আকাশ বাতাস।