Homeছড়া-কবিতা স্বপ্নচারিনী ।। নুসরাত জাহান November 12, 2023 0 লৌকিকতা, সংকট, সীমাবদ্ধতা, মুক্তিমস্তিষ্কে তোলপাড় শব্দের গাঁথুনি!প্রশ্নবানে জর্জরিত জাগতিক জীবনকিছু বিক্ষুব্ধ অনুভূতি-ওহে স্বপ্নচারিনী, পরজন্মে মেয়ে নয়, জন্ম যেন পাখির হয়। হালিচা: ছড়া-কবিতা নভেম্বর ২০২৩ নুসরাত জাহান Facebook Twitter