জানি প্রেম জানাবার
এই সময় নয়।
শহর জুড়ে বুভুক্ষার শকট,
কোথাও থৈ মেলেনা,
কান্নায় ভারি হতে থাকে বাতাস।
আকাশে মেঘ জমতে থাকে,
চারপাশ ঘিরে এক বিদঘুটে অন্ধকার,
এর মাঝেই বৃষ্টি!
বৃষ্টি বড় অহেতুক,
চাইনা এই জল স্পর্শ করুক,
চাইনা কোনো শীতলতা।
প্রেমের শরীর জুড়ে
অসংখ্য বিষ কামড়
মধ্যবিত্ত জীবনের।
বৃষ্টির ক্ষমতা নেই
তা সারানোর,
লোকাল ট্রেনের ভিড়েই
শান্তির খোঁজ।
ক্ষয়ে যাওয়া হাড়ে শক্তি নেই
ভালোবাসার ভার তোলার,
চরম অনটনে চাকরি খুইয়েছে
ডাকপিওন,
তোমার কাছে তাই মেঘের চিঠি
পাঠানো গেলো না আর।
বিষ্ণু চক্রবর্তী
ঠিকানা- করিমগঞ্জ, আসাম, ভারত