বুকের ভিতর একলা নদী কোন সে টানে যায় সে চলে
ছোট্ট দুপুর কি মানসে বুকের ভেতর আগুন জ্বলে
এমন করে কে যে ডাকে ঘর পালাতে মন যে চায়
শেষ বিকেলের মোহন বাঁশি সর্বনাশের পথটি দেখায়
দূর দিগন্তের শেষের রেখা মনের ভুলে পথ আঁকে
মন চোরাদের নেশার বুঁদে বিপদ যেনো বাঁকে বাঁকে।
শিশির ভেজা দূর্বাঘাসে ভোরটি যেমন চমক লাগায়
ঝরা পাতার মর্মর ধ্বণি উথলে উঠা মনকে ভাগায়।
কনে দেখার আলো যেমন রাতের বার্তা নিয়ে আসে
মনের ইচ্ছায় ভুললে তবে চোখ গহীনে অশ্রু ভাসে।
চোরা গলির চোরা পথটি তারের কাঁটায় যেমন থাকে
অস্ত যাওয়ার সময় হলে রাতের কালো কল্প আঁকে
ভোরের কিরণ আলতো ছোঁয়ায় স্বপ্ন যখন পরশ দেয়
নতুন জীবন তরী বেয়ে সুখ নদীতে সাঁতরে নেয়
মোহন বাঁশির সুরে যেমন হৃদয় ছুঁয়ে হাওয়া দোলে
জীবন তেমন কলতানে কলকলিয়ে জোয়ার তোলে।
স্মরণিকা চৌধুরী
১০.১১.২৩