শান্তি বিরাজ করুক ।। সুমিতা চৌধুরী


পৃথিবী জুড়ে অস্থিরতা, 
শান্তি গিয়েছে অস্তাচলে। 
আজ পড়ে শুধু মানবিকতার লাশ,
ক্ষমতার দম্ভ কথা বলে। 
ঘরে ঘরে শুধু বারুদের চাষ,
গোটা বিশ্ব রণক্ষেত্র। 
ক্ষমতার লোভে বলীয়ান  সন্ত্রাস, 
মহাকাল নাচে তাণ্ডব নৃত্য। 
শান্তির বাণী আজ হাসির খোরাক, 
শান্তি পুরস্কার প্রহসন।
চারিদিকে আজ যুদ্ধের দামামা, 
ঘরে ঘরে স্বজন হারার ক্রন্দন। 
জীবের শ্রেষ্ঠ মানুষ আমরা 
একই গ্রহের প্রাণী, 
তবু কেন করি ক্ষমতার লোভে 
নিত্য হানাহানি? 
আপন ঘরে মায়ের কোলে 
শান্তিতে মাথা রেখে, 
এসো না সবাই  মানুষ হই,
ভালোবাসাটুকু মেখে। 
কাঁটাতার আর সীমারেখা সব
ঘুচে যাবে একদিন, 
চিরনিদ্রায় ঘুমাবে যখন, 
তিন হাতই হবে তোমার জমিন।
সেই ঘুমটুকু হোক শান্তির,
বুলেটের যন্ত্রণার নয়।
সকল স্বাধীন সত্তার হোক জয়, 
মনের দুর্বৃত্তের হোক পরাজয়। 
নিজের আবাদে, নিজের শ্রমে
যেটুকু ফসল ফলাই,
তাকে নিয়েই থাকি সুখী সবাই, 
এসো মনের লালসাকে পায়ে দলাই।
পৃথিবী হোক স্বাধীন চারণভূমি, 
স্ব-জমিতে স্বাধীন সবাই। 
সকলের তরে সকলে বাঁচি, 
এ জগতে শান্তি বিরাজ করুক সদাই। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post