সুরমা ।। এম. কে. জাকির হোসেন বিপ্লবী

 



আমার জীবনে বিরহের তালিকায় 
রয়েছে যতো নাম,
তুমি হলে সেই তালিকার
 প্রথম শিরোনাম।
 
 হে সুরমা নদী 
 কি করে তোমাকে ভুলি,
 তোমার বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে 
 আমার অনেক স্মৃতি।
 
শৈশব কাটিয়েছি তোমার বুকে 
আনন্দ উল্লাসের সাথে,
কৈশোর কাটিয়েছি তোমার বুকে 
অশ্রুসিক্ত নয়নে।

বর্তমানে আমি যদিও রয়েছি 
ইট -পাথরের শহরে,
 তবুও আমার হৃদয়টা কাঁদে 
 তোমার কথা স্মরণে।
 
যখনেই আমি স্তব্ধ  হৃদয়ে 
একাকীত্ব কাটাই জীবন, 
  তখনেই যেনো  বেজে ওঠে আমার কানে
  তোমার ঢেউয়ের গর্জন।
  
তোমার বুকে  গোসল করতে গিয়ে 
চির বিদায় নিলো মোর জননী,
বান্ধবী তুমি হয়েছো শত্রু 
তবুও তোমায় আমি ভালোবাসি।

মাকে যতটা ভালোবাসি 
ততটা ভালোবাসি তোমাকে,
 যেখানেই থাকি তোমায় কথা  ভাবি 
 অশ্রুসিক্ত নয়নে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।