ফুল ছিড়িস না রে || মো: মাসুদ রানা অভ্র

 
               

দুটি শিকড়ের একটি কাঁটা, বৃক্ষ আমি যে,
ঝড় উঠাস না রে।
নব পাতায় নিম্ন সাজ,
হাতের মুঠোয় করিস না ভাঁজ।
 দুটি শাখায় ফুল ফুটেছে,
  অধিক ডালপালা নেই রে।
শুভাসে স্নাত করে নে রে,
  তবু তোরা  ফুল ছিড়িস না রে।।

চাপায় চাপায় আকরে ধরা ঘাস
বট বৃক্ষের নিম্ন তলে বাস। 
খরা  মাঝে বাঁচতে কত প্রার্থনা—
  বৃষ্টি নামবে কখন?  তাও অজানা।
 সল্প হাওয়ায় দোলতে দে না রে,
  তবু ফুল ছিড়িস না রে।।

মধুর সন্ধানে কত ভ্রমর ঘোরে,
ফুল ছাড়া ভ্রমর থাকে দূরে সরে।
সমাজ সভ্যতা দিয়েছে নিম্ন বৃক্ষ নাম,
ফুল ছাড়া বৃক্ষের কি আর দাম?
সবুর করে ফল নে না রে!
তবু তোরা ফুল ছিড়িস না রে।।

ফুল -ফল , শুভাস বিলিয়ে দিতে রাজি,
নানা রঙের ফুলে তোদের জন্য সাজি।
তোদের তরে যদি যায় বৃক্ষ প্রাণ,
শুনতে পাবি না আর ভ্রমরের গান।
ফুলের গায়ে স্নেহের পরশ দে না রে,
তবু তোরা ফুল ছিড়িস না রে।।



শিক্ষার্থী,
ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগ,
কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।