যুদ্ধের দামামায় বিঘ্ন শান্তি, রাস্তায় হাহাকার
কতো শত নারীর ছিন্ন বস্ত্র নারীত্বে বলাৎকার।
পঙ্গুত্বের ভারে পড়ন্ত বিকেল চলৎশক্তি বিকল
অকালে তাই যাচ্ছে ঝরে যুবা, বৃদ্ধ,শিশু সকল।
বারুদের গোলায় নষ্ট আজি শস্যক্ষেত আর বৃক্ষরাজি
যেদিক পানে তাকাই সকলে, সবখানেই মরুভূমি বুঝি।
বিভৎসতায় আজ দেখছি কেবল অনাহারীর আহাজারি
যুদ্ধের দামামায় চলছে কেবল দূর্বলের উপর বাহাদুরি।
আক্রমনের রোষানলে প্রতিনিয়ত দেখি, ধ্বংসলীলার পাহাড়
মারণাস্ত্রের লড়াইয়ে প্রযুক্তি,করছেনা কোন প্রতিকার।
মানবজীবন বড়ো অমূল্যধন ভুলেছে নরপিশাচ
ক্ষমতার লড়াইয়ে চলছে কেবল যুদ্ধংদেহী উর্ধবশ্বাস।
মানবতার দুয়ারে তালাবদ্ধ সমাজ বাঁচার উপায় নেই
হিংসার অনলে বাদল আসুক প্রার্থনাতে রাখি এই।
দূরীভুত হোক হিংসা বিদ্বেষ করি সকলে অঙ্গীকার
মানুষ বাঁচুক মানুষের মাঝে রেখে যাই অমূল্য সংস্কার।
বন্ধু হয়ে বাঁচি সকলে সমস্বরে দেখাই উচ্ছ্বাস
যুদ্ধ নয় শান্তি চাই দিয়ে যাই পৃথিবীকে আশ্বাস।
স্মরণিকা চৌধুরী
১৬/১১/২৩