যুদ্ধ নয় শান্তি চাই ।। স্মরণিকা চৌধুরী

 


যুদ্ধের দামামায় বিঘ্ন শান্তি,  রাস্তায় হাহাকার
কতো শত নারীর ছিন্ন বস্ত্র নারীত্বে বলাৎকার। 
পঙ্গুত্বের ভারে পড়ন্ত বিকেল চলৎশক্তি বিকল
অকালে তাই যাচ্ছে ঝরে যুবা, বৃদ্ধ,শিশু সকল। 
বারুদের গোলায় নষ্ট আজি শস্যক্ষেত আর বৃক্ষরাজি
যেদিক পানে তাকাই সকলে, সবখানেই মরুভূমি বুঝি। 
বিভৎসতায় আজ দেখছি কেবল অনাহারীর আহাজারি 
যুদ্ধের দামামায় চলছে কেবল দূর্বলের উপর বাহাদুরি। 
আক্রমনের রোষানলে প্রতিনিয়ত দেখি, ধ্বংসলীলার পাহাড় 
মারণাস্ত্রের লড়াইয়ে প্রযুক্তি,করছেনা কোন প্রতিকার। 
মানবজীবন বড়ো অমূল্যধন ভুলেছে নরপিশাচ 
ক্ষমতার লড়াইয়ে চলছে কেবল যুদ্ধংদেহী উর্ধবশ্বাস। 
মানবতার দুয়ারে তালাবদ্ধ সমাজ বাঁচার উপায় নেই
হিংসার অনলে বাদল আসুক প্রার্থনাতে রাখি এই। 
দূরীভুত হোক হিংসা বিদ্বেষ করি সকলে অঙ্গীকার 
মানুষ বাঁচুক মানুষের মাঝে রেখে যাই অমূল্য সংস্কার। 
বন্ধু হয়ে বাঁচি সকলে সমস্বরে দেখাই উচ্ছ্বাস 
যুদ্ধ নয় শান্তি চাই দিয়ে যাই পৃথিবীকে আশ্বাস। 

স্মরণিকা চৌধুরী
১৬/১১/২৩

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।