কই গেল শৈশব? ।। কলি চক্রবর্তী




কই গেল শৈশব
বুক ধুক চলে রব,
হুটহাট বাহানায়?
আশা দিয়ে মা মানায়।
ডাংগুলি খেলাতে
হেরে বলি কে জিতে?
মার্বেল বাহারে 
জিতে গেছি আহারে।
বর বউ খেলাতে
রাধে বউ টোপাতে,
উড়ে ঘুড়ি আকাশে
ফুরফুরে বাতাসে।
কানামাছি ভো ভো
পেলে মোরে তবে ছু,
আহারে আনন্দ
শেষ নেই ছন্দ।
লুকাচুপি খেলি চল
এলো আরো দলবল,
মাঝে তুলি নাড়া খড়
মাঝে জ্বালি সবে বসে।
গোলা ছুট খেলি আয়
জোর গলা ডাকে মায়,
যেতে যদি দেরি হয়
জিংলের বাড়ি ছয়।
কাক ডাকা ভোরেতে
ডাকে মা সজোরেতে,
উঠে কাজে হাত দে
কাজ শেষে পড়া নে।
ঘড়ি চলে টিকটিক
স্কুলে যাব ঠিক,
 পথে যেতে যেতে ডাক
সবে মিলে একঝাক।
এসে গেছে ছুটি দিন
চড়ুইভাতে রাখি মিল,
সবে মিলি আয় খাই
আনন্দের সীমানাই,
শৈশব গেল কই
আর নেই হইচই।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।