সত্যিই তোমার দুচোখে শাওণ ফিরে এলে
কষ্ট বাড়ে আমার
টর্চের আলো ফেলে দেখে নিই অবসর যাপন
ক্যাক্টাস ফসল
জানি তবু কষ্টের বেসাতি নিয়ে ঘুরি
হাটে হাটে স্বপ্ন ফেরি করি
বিকিকিনি নেই
শূন্যতায় ভরে ওঠে মন
ভাবি ধীরে ধীরে ফিরে যাই চামড়ার গুহায়
যেখানে জন্ম নেয় রাত
কাপালিক শোক
তোমার জন্যে ক্যানভাসে এঁকে রাখি নির্জন দুপুর
আলপনা মাখা রোদ
যদি সন্ধ্যা নামে
নিবিড় আলিঙ্গনে আবার বাঁধবো তোমায়