স্ট্যারি নাইট ।। ইলিয়াস মাহমুদ


মোমের আলোয়  আত্মহূতি পতঙ্গের নিমগ্ন কোরাসে মায়াবী  শূন্যতা প্রহরে ইরেজারের জাইগোটে প্রসূত হয় স্ট্যারি নাইট
নিঃস্তব্দতার ইজেলে ভাসে ভ্যান গগের কারুপল্লী পোরট্রেইট অফ ডক্টর গ্যাচেট

স্বার্থপর মৃত্যু আহা -
অনাহারে দূর্জয়ের কীর্তির তারাদের মেলায় জলরং কিংবা
বঞ্চনার সবুজ ঘাসের দ্বীপে শুয়ে আছে পোষ্ট ইমপ্রেশনিস্টের রং তুলি 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post