এইতো সেদিন সন্ধ্যেবেলা
নিজেই আমি যাই একেলা
গিয়েই ওমা দেখতে পেলাম কান্ড কী অদ্ভুত
সবার মুখেই শুনছি খালি বইমেলাতে ভূত
মাইকেও সেই ভূতের কথা করছে প্রচার শুনি
শুনেই কেমন থ হয়ে যাই আমি যে তক্ষুনি
জটলা দেখি ডানদিকে আর জটলা দেখি বামে
বলছে সবাই একেক কথা - কথা কি আর থামে ?
এই যে এমন অবস্থা ভাই যাই পড়ে খুব দ্বিধায়
বইমেলাতে ভূত এসেছ নেই কারোরই কী দায় ?
ঢুকব, নাকি ঢুকবো না - তা'ই ভাবছি খানিক আমি
একটু করে পা বাড়াই আর একটু আবার থামি
শেষমেশ সেই ঢুকেই দেখি ব্যপারটা ঠিক কীনা
সত্যি আমি তেমন প্রমান পাইনি মোটেই জ্বী না
তবুও কেমন যাই হয়ে কী ভীষণ অপ্রস্তুত
একজনকে জিগেষ করি দেখছো কী ভাই ভূত ?
সে শুনে তো হো হো করে উঠলো কেমন হেসে
থামিয়ে হাসি হাত ধরে ঠিক বললো আমায় শেষে
জানতে কী চাও ভূত কাহিনী, ভূতটা এখন কই ?
"বইমেলাতে ভূত" হলো ভাই এক লেখকের বই ।