বইমেলাতে ভূত ।। ইকবাল বাবুল

 


এইতো সেদিন সন্ধ্যেবেলা
নিজেই আমি যাই একেলা
গিয়েই ওমা দেখতে পেলাম কান্ড কী অদ্ভুত
সবার মুখেই শুনছি খালি বইমেলাতে ভূত
মাইকেও সেই ভূতের কথা করছে প্রচার শুনি
শুনেই কেমন থ হয়ে যাই আমি যে তক্ষুনি
জটলা দেখি ডানদিকে আর জটলা দেখি বামে
বলছে সবাই একেক কথা - কথা কি আর থামে ? 
এই যে এমন অবস্থা ভাই  যাই পড়ে খুব  দ্বিধায় 
বইমেলাতে ভূত এসেছ নেই কারোরই কী দায় ? 
ঢুকব, নাকি ঢুকবো না - তা'ই ভাবছি খানিক আমি
একটু করে পা বাড়াই আর একটু আবার থামি
শেষমেশ সেই ঢুকেই দেখি ব্যপারটা ঠিক কীনা
সত্যি আমি তেমন প্রমান পাইনি মোটেই জ্বী না
তবুও কেমন যাই হয়ে কী ভীষণ অপ্রস্তুত
একজনকে জিগেষ করি দেখছো কী ভাই ভূত ? 
সে শুনে তো হো হো করে উঠলো কেমন হেসে
থামিয়ে হাসি হাত ধরে ঠিক বললো আমায় শেষে
জানতে কী চাও ভূত কাহিনী, ভূতটা এখন কই ? 
"বইমেলাতে ভূত" হলো ভাই এক লেখকের বই । 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।