কেয়ারটেকার ।। নয়ন মজুমদার



আমি এক কেয়ারটেকার,

পেয়ার মেকার৷

গড়ে দেই সবার স্বপ্নের তাজমহল,

বিকিয়ে আপন চোখের জল৷৷


ভালোবাসা বাচাতে,

আজ মনের আশাতে,

গড়ে দিবো আমি তারে,

হৃদয় নদীর ধারে,

তার স্বপ্নের রং মহল৷

বিকিয়ে আপন চোখের জল৷


এনে দিবো আমি তাকে রঙ্গিন স্বপ্ন,

গলায় পরাবো তারার হার৷

ঘোড়ায় চেপে আসবে যেদিন,

তার স্বপ্নের রাজ কুমার৷৷

আমি যে কেয়ারটেকার,

পেয়ার মেকার৷

তাই গড়ে দেই সবার স্বপ্নের তাজমহল,

বিকিয়ে আপন চোখের জল৷৷


এনে দিবো আমি তাকে প্রিন্স৷

চাঁদবদন মুখখানি সে দেখবে যখন তার,

সে হবে তার স্বপ্নের ব্যাঙ্কার,

দিয়ে আমার ভালোবাসার কবর৷৷

আমি যে কেয়ারটেকার,

পেয়ার মেকার। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।