নিগূঢ় ধারা ।। প্রহ্লাদ কুমার প্রভাস

 


অখিল পানে চেয়ে থাকি, শুধু তার গূঢ় অর্থ খুঁজি
ক‍্যামনে করি তার সুধা পান??
দিগ-দিগন্ত বিস্তৃত,অসীমে তা সমাদৃত 
পারবো কি যেতে ধারে কাছে, জুড়িয়ে মন- প্রাণ??

দূর হতে বহুদূর, ছড়িয়ে সুর তার কি মধুর!
হবে কি তার সাথে আলিঙ্গন??
অখিল নীলিমার মতো, মিশে আছে তার রূপ যতো
বিরহী আমি তার জন‍্য, পারবো কি করতে অবগাহন??

অম্বুধির নিগূঢ় ধারা, মাপতে হই পাগল পারা
এতটাই নিগূঢ় তা যন হাজারও জলধি স্ব-রূপ।
জানিনা থেকে এ ভূ-লোক মাঝে, যেতে পারবো কিনা তার কাছে? 
এ যে আঁধারময় বিশাল কূপ।।

সাহিত্যের এই নিগূঢ় ধারা, যেতে হবে জীবন সারা
তবু পৌছাতে পারবোনা তারই আশপাশ।
নিতান্তই ক্ষুদ্র আমি, নগণ‍্য আমি, সাহিত্যের কিছুই না জানি আঁধারে যে আমার বসবাস।

দিন হতে দিন, মনে বাজিয়ে বিরহের বিন
অবিরত খুঁজছি শুধু তারই তল।
আন্তরীক্ষ ছাড়িয়ে তারা শাখা, পাবো কি কখনো তার দেখা??
মনে জাগে ভয়, শুধুই হতাশা জমে রয়
সাথে কেউ নাই, আঁধারে আছি বসে আমি যে বড় একা। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।