ঈদের খুশি ।। শেখ হুমায়ূন আহমেদ

 


রমজানের ঐ রোজার পরে
ঈদের আমেজ সবার ঘরে
গরীব দুঃখী সবার তরে
ঈদের খুশি ঘরে ঘরে

নতুন জামা পড়বে সবাই
রান্না হবে নুডলস সেমাই
শশুর বাড়ি নতুন জামাই
দিতে হবে মোরগ জবাই

মাংস  পোলাও আর বিরিয়ানি
কেউ পাঞ্জাবি কেউ শেরওয়ানি
সবাই ঈদের নামাজ পড়বো
ভেদাভেদ ভুলে কোলাকুলি করবো

নামাজ শেষে বাড়ি এসে
ছোট বড় সবার তরে
ঈদ মোবারক জানাই
আহ বাজবে খুশির সানাই

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post