ঘন্টার পর ঘন্টা অহেতুক ভাবনায়।
যে সোনালী দিন গেছে,
সেদিন কি আর পাওয়া যাবে? যায় না।
ভালোবাসা, প্রেম, বিরহ শব্দগুলো
বাক্যের পসরা সাজিয়ে কষ্ট দেয়।
এখন আর কষ্টও লাগে না,
কাউকে ভালোবাসার ইচ্ছে ও জাগে না।
শুধু আমতলী থেকে গাবতলী
ছুটতে ছুটতে ইচ্ছে গুলো মরে যায়।
কেন ছুটছি! চাকুরিটা হলেই বিয়ে করবো।
বছর দশেক আগে যাকে ভালোবেসেছি,
সে আজ সংসারে মনোযোগী কারো বউ।