তোমার চোখে দেখি নদীর গভীরতা।
জলের নিচে লুকিয়ে থাকা নীল অন্ধকার।
নদীর ঢেউয়ের মতো,
একবার ছুঁয়ে যায়,তারপর হারিয়ে যায়।
তুমি আছো ধুলোর গন্ধে, বৃষ্টির ছোঁয়ায়,
বাতাসে মিশে থাকা গন্ধের মতো,
তোমার স্মৃতি ছড়িয়ে আছে নিঃশ্বাসে,
প্রকৃতির মাঝে অন্তহীন।
প্রকৃতি জানে-
প্রেম কখনো শব্দে বাঁধা পড়ে না।
সে তো বাতাসের মতোই
অনুভবে ভেসে থাকে চিরকাল।