দোপাট শিউলি আনকো আলোয় চায়
শ্রাবণ ধারায় মুখ ধুয়ে মেঘ নীল,
কাশের বনে আগমনীর রোল
দুগ্গা বার্তা এনেছে শঙ্খ চিল।
রঙিন প্রাতে অরুণ ধূতি পরে
নরম ধানে স্নিগ্ধ দুধের সর
দখিন মেঘে রামধনু রঙ তাজা
জমাটি সুর সাতটি রঙের ঘর।
রসিক শরৎ প্রেমিক কবি যেন
বৃষ্টি প্রেমে রাঙিয়ে রাখে খাতা,
বসন্তকে প্রেমিক বানিয়ে ছাড়ে
নীরব মানে ভরায় আঁকার পাতা।
সোনা ঝন ঝন ধানের খেতে ঢেউ
টান টান সুরে চাষীর হাসির গান,
খিল খিল করে হাসে চাষার মেয়ে
আনচান করে বাঁশির বিবশ টান।
নতুন নৌকা ভীড়ছে নদীর চরে
কেই বা এলো শরতের এই দিনে,
লজ্জাবতী লজ্জায় রাশ টানে
উজান আনে মনের মানুষ চিনে।
পদ্ম শালুক গদ্য লেখে পাতায়
আতার পাতা লজ্জায় লাল হয়
মালতি মন মালা রচায় ব্যস্ত
থৈ থৈ জলে শিশির মিশির জয়।
শরত আকাশ বৃত্ত চাঁদের শোভা
স্বভাব সিদ্ধ শুভ্র স্নিগ্ধ ছবি,
পর্দা সরিয়ে বসন্ত বায় ঢোকে
সৃষ্টির রঙে মত্ত থাকেন কবি।
