শরৎ এলেই আমার মনে
অনেক স্মৃতি ভাসে
সাদা রঙের মেঘগুলো সব
খিলখিলিয়ে হাসে।
শুভ্রকাশের ফুলগুলো ঐ
মনের কথা বলে
পাখপাখালি নীল আকাশে
উড়াল দিয়ে চলে।
নদীর জলে চাঁদের কিরণ
ঝিকিমিকি করে
নীরব নদী শান্ত শীতল
শিশিরবিন্দু পড়ে।
জুঁই চামেলি শিউলি ফুলের
শোভা শরৎ কালে
খোকা খুকু মালা গেঁথে
চলছে তালে তালে।
মাঠে মাঠে ধানের ক্ষেতে
বাতাসে দেয় দোলা
শরৎ কালের এমন দৃশ্য
কেমনে যায় গো ভোলা?
শরৎ আসে শান্ত হয়ে
শেখায় নীরবতা
মানুষ হবে সাদা মনের
থাকবে মানবতা।
