এক
ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
কোমল কাঁঠালগাছ দেয়াল ছাড়িয়ে ছায়াদের সহগামী
ছায়ার ডানায় করোটি ঝুলিয়ে
নিশ্চিন্ত হয়েছে কত জীব
আর অন্ধকারে বিস্তৃত হয়েছে বিষাক্ত চাঁদের সুতো
সমুদ্রের পেটে ধোঁয়া
ধোঁয়া ও সমুদ্র
তোমাকে আঁকড়ে ধরে আছে এরা
অবিশ্বাস
নিষ্ঠাবান পুলিশপ্রধান
হয় তো এসব জানেন না
দুই
যেখানে সেখানে থুতু ফেলবেন না
ঝাড়ুদার সরকারি কর্মচারী
রাষ্ট্রের সেবক
বুকের ধুকপুকুনি শুনতে শুনতে
কেন ঐ মহৎ কাগজগুলোয় কালি লেপে দিচ্ছি
বেফাঁস কিছু না বলে
আমাদের দেখানো উচিৎ সহনশীলতা
পরিবেশ নোংরা করা
নির্বোধের কাজ
তিন
বাড়ির আশপাশ পরিস্কার রাখুন, ডেঙ্গু হতে মুক্ত হন
দৈনন্দিন গৃহস্থালির আবর্জনা সামগ্রিক স্বাস্থ্যব্যাবস্থার জন্য হুমকি
বিষাক্ত পোকামাকড়ের সঙ্গে এদের হৃদ্যতা
আমাদের দুশ্চিন্তাকে বাড়িয়ে দিয়েছে
একটি রুমাল জীবনকে নিরাপদ রাখতে সচেষ্ট
(WHO-র সাম্প্রতিক এক প্রতিবেদনে এটা দেখা গেছে।)
সোজা রাস্তা সোজা রাখতে হবে
আমাদের মাছিদের কথাবার্তা সত্যিই অশ্লীল
ভয় হচ্ছে শান্ত চাঁদ বইয়ের নিষ্পাপ অক্ষরগুলোকে
কবে না জানি জ্বালিয়ে দেয়।
