শরৎ ঋতুর রাণী
শ্বেতবসনা জানি,
তার এ-শুভ্র হাসি
আমরা ভালোবাসি।
সাদা মেঘের ভেলা
করে কেমন খেলা
এদিক ওদিক উড়ে
ঘুরে আকাশজুড়ে।
শ্বেত কামিনী ফুল
সুবাসের নাই তুল,
সাদা কাশও দোলে--
দেখে এ-মন ভোলে।
তালের পিঠা খেতে
সবাই উঠি মেতে।
ভাদ্র আশ্বিন মাসে
শরৎ ঋতু হাসে।
