লোকমান হাকিম'র কেউ না থাকুক তুমিই থাকো ।। বর্ণপ্রপাত


কেউ না থাকুক তুমিই ছিলে
সুখে-দুঃখে। 
তপ্ত বালু উড়ে গেছে 
হিমেল হাওয়ায়
তোমায় পেলে।
টগবগে এক যৌবণ ভরা ব্রহ্মপুত্র 
স্রোতের টানে পার ভেঙেছি 
তোমায় পেলে ।
ভেঙে যাওয়া স্বপ্ন আবার 
ভীষণ রকম দেখতে থাকি
তোমায় পেলে, তোমায় পেলে।
সময় শেষে সবই গেছে 
শিমুল বকুল জুঁই মালা
কেউ না থাকুক তুমিই ছিলে
সুখে-দুঃখে। 
শব্দময়ী কাব্য আমার 
ভীষণ রকম ভালোবাসি। 
গভীর রাতে ভাঙা ঘুম
কে পাড়ালো? এমন শীতল
পরোশে হাত কে বাড়ালো?
শব্দময়ী কাব্য আমার 
তুমি ছাড়া কে আর হবে!
ভীষণ রকম ভালোবাসি 
তোমায় আমি।

এমনি করে তোমায় পেলে 
একটা জীবন পেরিয়ে যাব
ছন্দে কাটুক দ্বন্দ্বে কাটুক
কেউ না থাকুক তুমিই থাকো 
সুখে-দুঃখে।

আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন ju94.bd@gmail.com।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।