ফরহাদ হোসেন'র কবিতা ধরিত্রী


ধরিত্রী ,
তোমার প্রতি কোন অভিযোগ নয়
কোনো প্রতিবাদও নয়।
শুধু বলতে চাই-
তোমার জন্য যা বিধিসম্মত
আমার জন্য তা উপযোগী নয়।
উহানের মাছের বাজার-
টি-ব্যাগের চায়ের নির্যাস যেভাবে-
ধীরে ধীরে ছড়িয়ে পড়ে,
ঠিক সেভাবে ছড়িয়ে দিলে
অস্বস্তিকর অক্টোপাস
দেশ থেকে দেশান্তরে।

ধরিত্রী ,
রস নিঙড়ে নেয়া আখের ছোবড়ার মতো
মানবতা আজ খাদের কিনারে-
সন্তান তার মাকে ফেলে দিচ্ছে জঙ্গলে
বাবার কফিনের শেষ পেরেক
নৈরাশ্যকর বস্তুবাদীর লোভাতুর
মৃত্যু সনদ।

ধরিত্রী ,
তোমার বাস্তব প্রয়োজনে
নৈতিক প্রবৃত্তির স্খলনে-
যুদ্ধ,দুর্ভিক্ষ,কামজের পরম সুখের উল্লাসে
কেবলি জমাট বাঁধা রক্তের গুরু সেজেছি।

ধরিত্রী ,
দুহাত একত্রিত করে মিনতি করি-
আর কোনো অনাসৃষ্টি নয়
আবার আমি মানুষ হব।
সরিয়ে নাও(-----)
দূরে বহুদূরে কোনো অন্ধকার হিমঘরে,
যেখানে তোমার সব আলো জ্বালিয়ে
পূর্বপুরুষেরা ফিসফিসিয়ে কথা বলে
ইতিহাস রচনা করবে।

ধরিত্রী ,
আর কত! আর কত!!থামাও এ রথ।
প্রার্থনা আমার শোনো-
তোমার বিশালত্বে
সাগরের উত্তাল তরঙ্গে
জাহাজের নতুন ছায়ায়
আগামীর নতুন সূর্যোদয় দেখাও।

ধরিত্রী ,
পরিশেষে তোমাকে বিনম্রচিত্তে
"গুডবাই" জানাই।
এ "গুডবাই" হোক-
তোমার এ সর্বনাশা যুদ্ধে
টিকে থাকার "গুডবাই"।
এ " গুডবাই" হোক-
নতুন আশায় জেগে ওঠার
"গুডবাই"।।

৪/৫/২০২০
গাইবান্ধা

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।