এ বি সিদ্দিক'র কবিতা বিবর্ণ এক ঈদ।। বর্ণপ্রপাত


আছে যত যার টাকাকড়ি
      অঢেল যশ আর গাড়িবাড়ি
               এ ঈদ তো তাদেরই জন্য।
সুখ আর শান্তি তো তাদের
         অন্ন ভাবনা নেই যাদের
               মানবতা যদিও হয় বিপন্ন।
              
উর্দির নিচে হাসে মিচমিচে
        স্থুলমননে চলে নেচেনেচে
             বলে আমারাই তো পিউর সাচ্চা। 
এদিকে গরীব মরে ধুকেধুকে
        ক্ষুধার জ্বালায় ঈদ হয় ফিকে
              কিলাভ হবে বলে সান্ত্বনার কিচ্ছা?

সকাল বিকাল বেশভূষা সাজ
       প্রভু সেজে আছে ক্ষুধিতের মাঝ
                করিছে তৃপ্তিদায়ক ভূরিভোজ।
এখনো রাখলে হাত গুটিয়ে দানে
           কি জবাব দিবে শেষ ময়দানে
                   যদি না নেও অসহায়ের খোজ।

আশাহীন সান্ত্বনার বাণী যত
       দিতেছে দিবাযামী অবিরত
             মিথ্যা প্রলোভন আর ভাষণ।
পথশিশুটির মন করে উচাটন
          দ্রোহানলে পুড়ে মরুময় নয়ন
               আর কতকাল চলবে এ শোষণ?
               
আর কত অভিনয় প্রহসনে
         প্রচারিবে যশ খ্যাতি জনেজনে
               দাও হাত বাড়িয়ে গরীবের তরে।
এগারটি মাস পরে এলো ঈদ
         কিভাবে জুটিবে জামা নেই নিদ।
                নিরবে-নিভৃতে তাই সে কেঁদে মরে।

এভাবে আর চলবে কতকাল
          বিত্তের মোহে হয়ে বেসামাল 
               জাগ্রত কর এবার অন্তর চোখ।
অবিচ্ছেদ্য হলে মমতার বাধন
          অসুন্দরের বাধা বন্ধন ছেদন
                 জরাজীর্ণ ধরা হবে স্বর্গোলোক।

আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন ju94.bd@gmail.com।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।