আশরাফুল আলম'র দুইটি কবিতা


মে দিবসের ভিন্নছক

এক

চুক্তিপত্রে আটকা পড়েছে ঘাম
রাগ ক্ষোভ তাই শেঁকলে বাঁধা,
নিরান্ন পেটে গূড়োকৃমির মিছিল
বেনিয়ার চাঁবুক খেয়ে হেটে চলেছে গাঁধা!
মজুরিটা করোনাকালে বন্দি!
প্রভূ'রা সব মুখে বেঁধেছে কসটেপ,
ব্যাংক ভর্তি টাকা থাকলেই কী?
দূরত্বের ফন্দিতে ধীর গতির স্টেপ!
মজুদদারি বুদ্ধিটা বেশ পাঁকা
গোডাউনে অঘোষিত কার্ফিউ।
পায়তারাটা মুনাফাখোরের
হিসেবের খাতায় ফেলে আসা ডিউ।

দুই

শ্রমিকের ঘাম রোদের গন্ধে
কালি মাখে হতাশায়,
প্রভূত্ববাদের ফন্দিফিকিরে
থেমে থেমে মূর্ছা যায়।

মুখ খুললেই বেয়াদব! ছাটাই!
নয়তো কারাবরণের ভয়;
পেছনে কিছু অনাহারী মুখ
দো-টানা সংশয়!

আমাদের পাশে আমরাই শুধু
মিডিয়ারা একপেশে,
কেউ রাখে না!রাখে না রে খোঁজ!
কষ্ট দেখেও হাসে।

আজ শ্রমিকের মে দিবস,
তারাই সাজবে গেষ্ট!
বৃধাঙ্গুলী দেখিয়ে যারা
খেমটা নাচায় দেশ।

আমজনতা আঙ্গুল চোষো!
ঐ ভূরিওয়ালারাই খাক,
শ্রমিক শ্রেণির নাঙ্গা-ভূখা
পদানত হয়েই থাক্।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।